Monday, June 28, 2021

গরমে সতেজ থাকতে গোসলের পানিতে মেশান ৩ উপাদান (Best Health Tips In Bd)

 Best Health Tips In Bd



গরমে সতেজ থাকতে গোসলের পানিতে মেশান ৩ উপাদান


















গরমে সতেজ থাকা চ্যালেঞ্জের বিষয়। কারণ চারপাশের দূষণ, গরম আবহাওয়াসহ সংক্রমণ ব্যাধির উৎপাত, সব মিলিয়ে বাড়তি পরিচর্যার মধ্যে সবারই থাকা উচিত।

এ সময় সঠিক খাদ্যাভাস, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ভালো কিছু অভ্যাস রপ্ত করার মাধ্যমে সতেজ থাকা সম্ভব। সকালে ঘুম থেকে উঠে সারাদিনের কাজের ধকল সহ্য করে সতেজ হতে গোসলের বিকল্প নেই।

Best Health Tips In Bd


Health Tips For Human





জানেন কি, আপনার হাতের কাছেই আছে এমন কিছু আয়ুর্বেদিক উপাদান, যা গোসলের পানিতে মেশালেই স্ট্রেস কমবে নিমেষে। ক্লান্তি তো দূর হবেই, ঘামের গন্ধও দূরে পালাবে। জেনে নিন কোন উপাদান-

তুলসি পাতা: তুলসি পাতা ব্যবহার করতে পারেন পানিতে। এক বালতি পানিতে ৫-৭টি তুলসি পাতা ফেলে ১৫ মিনিট অপেক্ষা করুন।

এ সময়ের মধ্যেই তুলসি পাতায় থাকা নানা উপকারী উপাদান পানির সঙ্গে ভালো করে মিশে যাবে। নিয়মিত তুলসি পাতা ভেজানো পানি দিয়ে গোসল করলে ত্বকের বিভিন্ন সংক্রমণ ও চর্মরোগ থেকে মুক্তি মেলে।

Health Tips Bd



Visit Our Facebook 


ক্যামোমাইল টি ব্যাগ: ক্যামোমাইল টি ব্যাগ মেশাতে পারেন গোসলের পানিতে। এজন্য একটি বাটিতে ২ কাপ পানি নিয়ে তাতে ২-৩টি ক্যামোমাইল চায়ের টি ব্যাগ রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিন।

পানি ঠান্ডা হলে গোসলের পানিতে চায়ের মিশ্রণটি মিশিয়ে নিয়ে গোসল করুন। ইচ্ছে হলে ক্যামোমাইল চায়ের পরিবর্তে পানিতে ২-৩ ফোঁটা ক্যামোমাইল এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন।

 

Health Is Wealth

For More Update


Any Kind Of Information




 গোলাপের পাপড়ি: গোলাপের পাপড়ির উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে। গোসলের পানিতে ২-৩টি গোলাপ ফুলের পাপড়ি ফেলে ২ মিনিট অপেক্ষা করুন। তারপর গোসল করে নিন।

প্রতিদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরে এ উপায়ে গোসল করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, বাড়বে সৌন্দর্যও। এ ছাড়াও গোলাপজল শরীর ঠান্ডা করে। এতে শারীরিক এবং মানসিক স্ট্রেসও কমতে শুরু করে, দূর হয় ঘামের গন্ধও।

More Tips For Women

No comments:

Post a Comment

Vincero watches should you buy it?

  Vincero watches should you buy it? Vincero watches should you buy it? O nline marketing has become very popular these days. Vince's Wa...