Bilals Poem
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়
সিদ্দিকুর রেহমান বিলাল
প্রতিটি প্রাণচঁচল্য চাই প্রাপ্তিহীন নিরন্তর ভালোবাসা।
ভালোবাসার শিকড় অনেক দূরে চলে গেছে;
ঠিক যেমন বৃক্ষের ঝড় মাটি খুড়ে নিয়েছে তার মত করে।
আমি বৃক্ষ নয় মানব।
ভালোবাসা'র শব্দ কেবলই চোখের জল নয়;
ভালোবাসা'র শব্দ ছন্দ কেবলই দুঃখের শ্বাস নয়;
ভালোবাসা কেবলই ভালোবাসা৷
সে নীরবে কাঁদলেও আনন্দ বেদনা স্বপ্ন নিয়ে প্রকাশে ঘুরে বেড়ায়৷
No comments:
Post a Comment