Tuesday, June 29, 2021

Siddikur Rehman Bilal (এর কবিতা)

 Bilals Poem




আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয় 

সিদ্দিকুর রেহমান বিলাল 


প্রতিটি প্রাণচঁচল্য চাই প্রাপ্তিহীন নিরন্তর ভালোবাসা।

ভালোবাসার শিকড় অনেক দূরে চলে গেছে;

ঠিক যেমন বৃক্ষের ঝড় মাটি খুড়ে নিয়েছে তার মত করে।

আমি বৃক্ষ নয় মানব।


ভালোবাসা'র শব্দ কেবলই চোখের জল নয়;

ভালোবাসা'র শব্দ ছন্দ কেবলই দুঃখের শ্বাস নয়;

ভালোবাসা কেবলই ভালোবাসা৷ 

সে নীরবে কাঁদলেও আনন্দ বেদনা স্বপ্ন নিয়ে প্রকাশে ঘুরে বেড়ায়৷

No comments:

Post a Comment

Vincero watches should you buy it?

  Vincero watches should you buy it? Vincero watches should you buy it? O nline marketing has become very popular these days. Vince's Wa...