Sada Pathor Companiganj Sylhet
কিভাবে যাবেনঃ
সিলেটের আম্বরখানা সিএনজি ষ্টেশন থেকে যাবেন টুকেরবাজার সিএনজি ষ্টেশন, ভাড়া ১১০ টাকা। রাস্তার কাজ চলছে তাই যেতে একটু কষ্ট হবে কিন্ত একটু কষ্ট না করলে ট্রিপের কথা মনে থাকবে না। এরপর নেমে যে কাওকে জিজ্ঞাসা করবেন নৌকার ঘাট কোনদিকে, দেখিয়ে দিবে। 

তার পর নৌকা ঠিক কর নিবেন, ভাড়া নিবে ৮০০ থেকে ১০০০ টাকা। নৌকায় ১৫ থেকে ১৮ জন যেতে পারবেন তাই বেশি মানুষ যাওয়া ভাল, নৌকা সারাদিন থাকবে চিন্তা নেই।
স্বচ্ছ পানিতে ইচ্ছা মত মজা করেন কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, পানিতে অনেক স্রোত থাকে তাই বেশি দূরে যাবেন না। কারণ হয়ত বলে দেয়ার প্রয়োজন নেই! 

ওহ্ আরেকটা কথা,
বিকেল ৫ টা পর্যন্ত ইচ্ছেমত ঘুরতে পারবেন ওখানে, এরপর বিজিবি থাকতে দিবে না!
অবশ্যই নিজের খেয়াল রাখবেন..
OR
You May directly go by hiring Bike from Sylhet to Bholagonj, then hire Boat to go ShadaPathor 

ShadaPathor
No comments:
Post a Comment